মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ কারাবারী গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ তারেক হোসেন (৪০) নামের এক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগনজ ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে অভিযান চালিয়ে তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। তারেক হোসেন উপজেলার গন্ধবপুর গ্রামের আলী হোসেনের ছেলে।।
র্যাব- ৯ সিলেট ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল সত্যতা নিশ্চিত করে জানান, তারেক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। র্যাব বাদি হয়ে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।