কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার সকাল (২২ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও খান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ডি এম সাদিক আল শাফিন, সংগঠনের উপদেষ্টা ইকবাল পারভেজ শাহীন, প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পিন্টু দেবনাথ, সালাউদ্দিন শুভ, রাসেল হাসান বক্ত, মোতাহার হোসেন, গুলনাহার, আদিবুর রহমান, ইমরান খান, আমির হোসেন, আব্দুল মানিক, মো. সাহেদ, এছাড়াও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এতে অংশ নেন।