বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সোমবার দুপুরে পিএইচজি স্কুল মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় স্কুলের ভূমিদাতা সদস্য, উদ্যোক্তা সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সচিব ডাঃ আবু ইসহাকের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব আবু আহমদ সাহেদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈন উদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত টিপু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার ওয়েলফার ট্রাস্ট ইউকে’র ইকবাল হোসেন, শ্রীধরা জনকল্যাণ সমিতির সভাপতি খসরুজ্জামান, বিয়ানীবাজার গনদাবী পরিষদের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষক কবির আহমদ, সমাজসেবক আবু নাসের বাবর, ক্রীড়া সংগঠক আবুল হোসেন খসরু, ভূমিদাতা সদস্য ডাঃ মাছুম আহমদ, সাংবাদিক আহমেদ ফয়সাল, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহিদুর রহমান শাহীন, কানাডা প্রবাসী আকিব মাহমুদ তাপাদার, সাবেক ইউপি সদস্য আব্দুন নুর প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশ-বিদেশে বসবাসরত শিক্ষানুরাগী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় খুব কম সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। এলক্ষ্যে একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাবে। উদ্যোক্তারা আশাবাদী, এতদ্বঞ্চলের সুশিক্ষার প্রসার ঘটাতে এ বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য তাঁরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ভূমিদাতাদের কৃতজ্ঞচিত্তে সরণ করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমিদাতা সদস্য ডাঃ শিব্বির আহমদ সুহেল, রোটারিয়ান আব্দুল বাতিন, রোটারিয়ান আনোয়ার হোসেন খান, রোটারিয়ান কামাল হোসেন, রোটারিয়ান হাসান আহমদ, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান আবু বক্কর সিদ্দিকী, বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য জয়নাল আবেদীন, গুলজার আহমদ রাহেল, লুৎফুর রহমান, ইফজাল আহমদ শামীম, তাজ উদ্দিন কুটি ও মস্তাক আহমদ কাজল, অভিভাবক সদস্য রফিকুল আলম রিপন, উদ্যোক্তা সদস্য আব্দুল কুদ্দুস, সাইফুদ্দিন নোমান, গোলাবশাহ কিশোর সংঘের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু খালেদ নান্টু, রাশেদ খান নাবিল, আব্দুল বাসিত, বিদ্যালয়ের শিক্ষক আবু সালেহ মোহাম্মদ মহসীন, প্রানেশ চন্দ্র শীল, আব্দুল মুমিত নিপু, বিদ্যালয়ে সদস্য সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, আকবর হোসেন লাভলু, আবু তাহের, বদরুল ইসলাম প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল করিম হক্কানি। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মহসিন আহমদ।