মধ্যনগরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মধ্যনগর উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে ঔষদ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা ইউনূস মিয়া, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন আশিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাজিবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, জেলা ছাত্রদলের সদস্য শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করেন সাইদুর রহমান জিয়া ও ডা: মুন্না।
আলোচনা সভায় বক্তারা বলেন,ত্যাগী নির্যাতিত কর্মীদের প্রাধান্য দেওয়ার আশ্বাস সহ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পতনের পরবর্তী সময়ে দলের ভাবমূর্তি ও স্বাধীনতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।