শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাকেল দূর্ঘটনায় রনি মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরাতন থানার সামনে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কালেগে এ দূর্ঘটনাটি ঘটে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি বিজয়নগর উপজেলার মখন্দপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউসার আহমেদ জানান, বিজয়নগর থেকে চুনারুঘাট তার বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। আগামী কাল তার ভাগিনার প্রবাস গমনের বিদায় জানাতে এসেছিলেন। পরে বাড়ি ফিরে যাওয়ার পথে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরাতন থানার সামনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কালেগে নিহত হন। রনির মৃত্যু খবর শুনে তার বোন, বাবাসহ পরিবারের অন্য সদস্যরাও থানায় আসেন এবং নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও তিনি জনান।