নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লরির পেছনে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় নানা যায়নি।
পানিউমদা এলাকার আব্দুল মোহাইমিন চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী জানান- পানিউমদা বাজার এলাকায় সিক্স-লেনের জন্য ব্রিজের কাজ করা হচ্ছে। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ব্রিজের নিকটে সিলেট থেকে ঢাকাগামী একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় যায়। এ সময় ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় একজনের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে, বিস্তারিত পরে জানাতে পারবো।