রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যেগে ইয়ুথ স্কিল ডেভোলাপম্যান্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান আনোয়ার হোসেন এর পরিচালনায় গেষ্ট স্পিকার হিসেবে মোটিভেশানাল বক্তব্য প্রদান করেন আসাদুজ্জামান সায়েম, স্বাগত বক্তব্য রাখেন রোটা. পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন পিএইচএফ, রোটা. পিপি শাহ জামাল আহমেদ পিএইচএফ, রোটা. পিপি আমিনুর রহমান শিবলু আর এফ এস এম, রোটা. পিপি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, রোটাঃ পিপি এড. আব্দুল হাফিজ পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটা. আবুল কালাম, রোটা. আমিনুল ইসলাম ও রোটারেক্ট ক্লাব অব সিলেট মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট রোঃ নাজিব আহমদ ও রোঃ পিপি আবুল বশর সাকু প্রমুখ। এতে সিলেট এর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।