সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযানে মা দ ক উদ্ধার
দৈনিকসিলেটডেস্ক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—৯ এর অভিযানে ৫৯০ বোতল বিদেশী মদ ও ৬ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-৯ জানায়, ৩১ অক্টোবর রাতে বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নস্থ উত্তর কাপনা এলাকায় অভিযান পরিচালনায় করে এই মাদকগুলো উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণে পলাতক আসামী এবং অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামত ও মাদক বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।