স্পেনে ভয়াবহ বন্যা: স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ
দৈনিকসিলেটডেস্ক
আকস্মিক বন্যায় স্পেনে জনজীবন স্থবির হয়ে গেছে। অত্যধিক বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১৫৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতিতে লা লিগায় শনিবারের বেশকিছু ম্যাচ স্থগিত হয়েছে।
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষেই খেলার কথা ছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। তবে বন্যার কারণে এই ম্যাচটি স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতার আয়োজক লা লিগা এবং এর অধিভুক্ত ক্লাবগুলো।
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বন্যার্তদের সাহায্যে রেড ক্রসের মাধ্যমে তারা এক মিলিয়ন ইউরো দেবে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে এবং এক মিলিয়ন ইউরো সাহায্য করবে ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা খুব বাজে পরিস্থিতি পার করছে এবং তাদের আমাদের সাহায্যের প্রয়োজন।’
প্রসঙ্গত, লিগে সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ০-৪ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে টেবিলের শীর্ষে থাকা কাতালান ক্লাবটির চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।