জামালগঞ্জে উত্তর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুকবার বিকেলে সাচনা বাজার ঐতিহাসিক বট তলায় এই সভা অনুষ্ঠিত হয়।এতে বিএনপির স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আক্কাস মুরাদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এমদাদুর রহমান হিরনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাবলু, উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এড. শাহীনূর রহমান শাহীন, বিএনপি নেতা আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সদর ইউপি বিএনপি সভাপতি নাজিম উদ্দীন নাজিম, সাধারণ সম্পাদক জামির হোসেন, জামির, ভীমখালী ইউপি বিএনপি সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাচনা বাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুন নূর আফিন্দী, বেহেলী ইউনিয়ন বিএনপি সভাপতি মো আলম মিয়া, সাধারণ সম্পাদক নজীর হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো মইনুল ইসলাম মোহন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু লেইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদ তালুকদার প্রমুখ,
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের এই ক্রান্তিলগ্নে দেশের মাটি ও মানুষকে বিএনপি নেতাকর্মীরা যেন পাহারা দিয়ে রাখে, যাতে কোনো অপশক্তি ক্ষতি করতে না পারে। স্বৈরাচারী সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমালোচনা করে যাচ্ছে। ফ্যাসীবাদী আ’লীগ সরকার গত ১৭ বছর বিএনপির অনেক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আসামি করে জেলহাজতে পাঠিয়েছিল। কিন্তু দেশ নায়েক তারেক রহমানের নির্দেশনায় আমরা এখনো দীর্ঘ ১৭ বছরের নির্যাতন- নিপীড়নে এক হয়ে আছি। বিএনপি বিশ্বাস করে, দেশের আপামর জনগণ তাদের সাথে আছেন। তাই বিএনপি খুন, গুম, মিথ্যা মামলা-হামলা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতির রাজপথে থাকতে চায় না। দেশের জনগণের সুবিধা, মঙ্গল ও দেশের আইন শৃঙ্খলার উন্নতি, বহিঃবিশ্বে উন্নত শক্তিশালী গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনীতি করতে চাই।
এছাড়াও বক্তারা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে হলে সুনামগঞ্জ জেলা এবং সকল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিবাদ আমরা চাই না, বিএনপিকে ক্ষমতায় যেতে হলে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। এসময় জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।