কুমড়ার নৌকায় চড়ে ৭৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড
দৈনিকসিলেট ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের এক ব্যক্তি ১২১৪ পাউন্ডের একটি বিশাল কুমড়াকে ডিঙি নৌকায় পরিণত করেছেন। আর এটি নদীতে নামিয়ে তাতে চড়ে ৪৫ দশমিক ৬৭ মাইল (৭৩ কিলোমিটার) পাড়ি দিয়েছেন। এর মাধ্যমে তিনি কুমড়ার নৌকায় চড়ে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের রেকর্ড করেছেন।
ওই ব্যক্তির নাম গেরি ক্রিস্টেনসেন। তিনি হ্যাপি ভ্যালির বাসিন্দা। গেরি ২০১১ সাল থেকে বড় বড় কুমড়ার চাষ করেন। যেগুলো দিয়ে কুমড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়।
গেরির কুমড়া পরপর চার বছর বিশ্বের সবচেয়ে বড় কুমড়ার রেকর্ড অর্জন করে।
এবার গেরি একটি বিশাল কুমড়ার ওপরের অংশ কেটে ভেতরের নরম অংশ বের করেন এবং সেটিকে ডিঙি নৌকায় পরিণত করেন। পরে ওয়াশিংটন নদীতে নামিয়ে ওই পথ পাড়ি দেন তিনি।
এর মাধ্যমে তিনি ৩৯ মাইল অতিক্রমের রেকর্ড ভাঙেন। গেরি বলেন, বাতাস ও অস্থির পানির কারণে আমার যাত্রা জটিল ছিল। ৩০ থেকে ৩৫ কিমি গতিবেগে বাতাস ছিল। আমরা বোনেভিল বাঁধ থেকে শুরু করেছিলাম। তখন ঢেউ তীব্র ছিল, যে কারণে কুমড়ার ওপর পর্যন্ত পানি উঠে গিয়েছিল। এ যাত্রার পুরোটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। সূত্র: ইউপিআই