মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মো: মিজানুর রশিদ এর সভাপতিত্বে ও মো: আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট এর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সাংবাদিক সালমান কয়েস, সমবায়ী আবুল মোবারক,মো: আলাউদ্দিন প্রমূখ।