দোয়ারাবাজারে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সহিংসতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ ও সাবেক ছাত্রলীগের তথ্য ও বিঙ্গান গবেষণা বিষয়ক সম্পাদক সালমানকে গ্রেফতার করেছে পুলিশ৷
আটককৃত আসামীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও দুষ্কৃতকারীদের সহযোগী, সাবেক ছাত্রলীগ নেতা সালমান লুটপাট ও ভাংচুরের মামলাসহ একাধিক মামলার আসামী।
শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের দলীয় অফিস (হাসনাতের বিল্ডিং) গোপন রুমে সহিংসতা করার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আরও বেশ কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিন জেল হাজতে থাকার পর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ গত বৃহস্পতিবার জামিনে মুক্তিলাভ করে। এতে ওই রাতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ ও সালমানের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও মিষ্টি বিতরণ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সহিংসতা করার পরিকল্পনা করে। সংবাদ পেয়ে রাতেই অভিযানে পুলিশ মনোয়ার আলী মনরকে আটক করে। দুষ্কৃতকারীরা এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারায় বৃহস্পতিবার রাতের ন্যায় শুক্রবার রাত ৮ টার দিকেও নরসিংপুর বাজারে চেয়ারম্যানের (আওয়ামীলীগ) কার্যালয়ে সহিংসতা করার পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোটা সংস্কারের আন্দোলন পরবর্তী এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে সহিংসতার ঘটনা তদন্তে এর মূল পরিকল্পনাকারী হিসেবে ছাত্রলীগ নেতা আরিফ ও সালমানের নাম উঠে এসেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংপুর বাজারে আওয়ামীলীগের অফিস হতে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা ছাত্রলীগ নেতা সালমান ঘিলাছড়া গ্রামের আনিছ আলী’র পুত্র ও আরিফ আহমদ রহিমের পাড়া গ্রামের আমির আলী’র পুত্র।
এদিকে নরসিংপুর বাজারে দোকানকোটা দখল করার পায়তারা, লুটপাট ও ভাংচুরের মামলায় গত ২৮ অক্টোবর জামিন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সালমান।