সিলেট সীমান্তে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় প্রায় তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ নভেম্বর) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে ও বুধবার রাতে পৃথক দুটি অভিযানে এক কোটি ১৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। পৃথক পৃথক অভিযানে ১২১ পিস কাশ্মীরি শাল, ৭৯৮ পিস ভারতীয় শাড়ি, ৮১টি থ্রিপিস, ৪৫৬ পিস কসমেটিক সামগ্রী, ২৫৪ দশমিক ৪০ মিটার মখমল সোফার কভারসহ দুটি নৌকা জব্দ করে।
বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ করা পণ্যের মূল্য প্রায় এক কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা।
আর বুধবার (৩০ অক্টোবর) রাতে আরেক অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২০৪ পিস ভারতীয় শাড়ি, এক হাজার ৮০০টি সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া ক্রিম, ৩১ কেজি সার্ফএক্সেল, ৯৬ বোতল মদ, তিনটি মোটরসাইকেল, দুই হাজার ২০০ কেজি বাংলাদেশি রসুনসহ ১২টি নৌকা জব্দ করে।
এগুলোর বর্তমান বাজারদর অনুযায়ী মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে হস্তান্তর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।