মধ্যনগরের বংশীকুন্ডায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নিহাদ গণি তালুকদারের নেতৃত্বে বংশীকুন্ডা কলেজে, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে, নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও বংশীকুন্ডা শাহ্ আরপিনিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা রামিমুল ইসলাম, ছামিমুল হাসান, সাব্বির মিয়া, কৃষকদল নেতা জুলহাস মিয়া, তরিকুল ইসলাম, এনামুল হক, ইমন মিয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নিহাদ গনি তালুকদার বলেন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যহত থাকবে।