নবীগঞ্জে পলাতক আসামি গ্রেফতার
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক মামলায় এজাহার নামীয় একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলো-নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমকোনা গ্রামে মাহমুদ চৌধুরীর ছেলে মাহি চৌধুরী নাছিম (২৫)। সে আউশকান্দি ইউনিয়নের ছাত্রলীগ নেতা।
নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এজাহার নামীয় পলাতক আসামিকে আউশকান্দি আমকোনা গ্রামে গোপন সংবাদ ভিত্তিতে গতকাল রাতে ৩ঘটিকায় সময় বিশেষ অভিযান চালিয়ে মাহি চৌধুরী নাছিম গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।