উৎবমূখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করল শাবিপ্রবি
শাবিপ্রবি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমধাপে সকালে বিজ্ঞান ইউনিট(এ) এর শিক্ষার্থীদের এবং ২য় ধাপে সামাজিক বিজ্ঞান (বি) ও ব্যবসা শিক্ষা প্রশাসন (সি) ইউনিটের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, “দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। তোমরা নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় রেখে পড়াশুনা করবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। আমি আশা করব তোমরাও ভবিষ্যতে এরকম অ্যাওয়ার্ড নিয়ে আসবে। ”
তিনি বলেন “কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না। আমি চাই ক্যাম্পাসে কোন সিগারেটের দোকান থাকবে না । তোমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখবে, মানুষের কল্যাণে কাজ করবে। এই চারটা বছর তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । তাই একাগ্রতার সাথে পড়াশোনা করবে। আমাদের এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে না। বরং শিক্ষা ও গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মো. আব্দুল কাদিও, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ বদিউজ্জামান ফারুক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. শহিদুল হক, ভর্তি কমিটির সদস্য সচিব ও এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খাঁন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রম তুলে ধরা হয় । নবীন শিক্ষার্থীরা যেন সকল ধরনের হয়রানি মুক্ত থাকতে পারে সেজন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব্যক্ত করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ বলেন, “মা বাবার দোয়া আর নিজের প্রচেষ্টায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে প্রথম হই। আমার কম্পিউার সায়েন্সে পড়ার খুব স্বপ্ন ছিল। সেজন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় ছিল আমার প্রথম পছন্দ। কারণ দেশের কম্পিউটার ফিল্ডে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে। আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার মাধ্যমে আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়।”