মাধবপুরে পিকআপসহ ২ মাদক পাচারকারী আটক
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া নামক স্হান থেকে চেকপোস্ট বসিয়ে পিক-আপ গাড়িতে তল্লাশি করে ৩০ কেজি গাজাঁসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩ নভেম্বর) সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বুলবুল আহমেদ এর নেতৃত্বে পুলিশ তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় চেকপোস্ট করে একটি মিনি পিকআপ (ঢাকামেট্রো ন ২১-০৯১৩) তাল্লাশি করে ৩০ কেজি গাজাঁ উদ্বার করে। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে মো: সেলিম (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মমিরুলের ছেলে রুবেল (২২) কে আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে।