সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সড়কে ট্রাকের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধা কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. সমরুন নেছা (৬০)।
আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার সময় ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের উত্তরে পাকা রাস্তার উপর সমরুন বেগমকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।