মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র আল আমিন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আল আমীনকে হরষপুর থেকে গ্রেফতার করেন এএসআই দেলোয়ার হোসেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজু করা হয়েছে।