বন্ধুদের নিয়ে কেক কেটে বিবাহবিচ্ছেদ উদযাপন করল তরুণী!
দৈনিকসিলেট ডেস্ক :
বিবাহবিচ্ছেদ উদযাপনের জন্য বন্ধুদের ডেকে পার্টি করে আলোচনার জন্ম দিয়েছেন এক তরুণী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিবাহবিচ্ছেদ উদযাপন করতে বন্ধুদের নিয়ে কেক কেটে আনন্দ-ফুর্তি করছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই তরুণী বন্ধুদের উপস্থিতিতে ‘হ্যাপি ডিভোর্স’ লেখা একটি কেক কেটেছেন। এছাড়া তার স্বামীর নামখচিত একটি ওড়নাও কাঁচি দিয়ে কাটতে দেখা যায় তাকে। এসময় বিয়ের ছবিগুলোও ছিঁড়ে ফেলেন ওই তরুণী।
বিবাহবিচ্ছেদের পর তার এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, বিবাহবিচ্ছেদ অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটিকে এমন খেলোভাবে উপস্থাপন নিরর্থক।
কেউ কেউ আবার তরুণীর কর্মকাণ্ডকে ‘বিয়ের পবিত্রতা’র প্রতি অসম্মানসূচক আখ্যা দিয়েছেন।তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন