মাধবপুরে গাঁজাসহ মহিলা গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ২ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক পাচারকারী নাজমা বেগম (৩৬)।
পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মঙ্গলপুর সাকিনে স্থাপিত চেকপোস্টে ধর্মঘর থেকে মাধবপুরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে থামতে সংকেত দেয় কর্তব্যরত পুলিশ। চালক সিএনজিটি থামালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে সিএনজি থেকে নেমে নাজমা বেগম নামের ওই মাদক পাচারকারী মহিলা দৌঁড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে উল্লেখিত পরিমান গাঁজা সহ গ্রেফতার করে।নাজমা বেগম শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুশা পুর্বপাড়া গ্রামের রোমন মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে মাধবপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।