নিসচার ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে স্মারকলিপি
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই (নিসচার) ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা ষড়যন্ত্র ও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৪ এর জাতীয় সরকারি অনুষ্ঠানে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যথাযোগ্য সম্মান প্রদর্শন না করার প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মঙ্গলবার (৫ নভেম্বর) মঙ্গলবার দুপুর ২টায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার এর কাছে স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম এবং আরো উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সহ সভাপতি রাসেল হাসান বক্ত, উপজেলা কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম সজিব, আদিবুর রহমান আদিব সহ অন্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, উক্ত ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা বিভিন্ন পর্যায় প্রতিবাদ জানাচ্ছে।