সৌদি আরবে গিয়ে গৃহকর্মীর নিখোঁজ
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোছা: হনুফা বেগম নামে এক নারী সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে তার স্বামী অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ওই নারীর স্বামী মো: আ: মজিদ বাদী হয়ে হবিগঞ্জ মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল (৩) এ মামলা করেছেন।
আব্দুল মজিদ জানান, গত ১১ মাস আগে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র মো: আব্দুর রহিম (৫৫) ও তার স্ত্রী বিউটি আক্তার (৪৫) ভালো কাজ ও বেতনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রী হনুফা বেগমকে দের লাখ টাকার বিনিময়ে রিক্রোটিং এজেন্সি মেসার্স ফ্রেন্ডস ওভারসীজ এর মাধ্যমে সৌদি আরবে গৃহকর্মীর কাজের জন্য পাঠায়। সেখানে যাওয়ার পর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমার স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে এদের কাছে অনেকবার গেছি কিন্তু তারা আরও এক লাখ টাকা দাবি করে। এক লাখ টাকা দিলে আমার স্ত্রী কে ফিরিয়ে এনে দিবে, না হলে তারা কিছু করবে না।বিদেশে নেওয়ার সময় আমাকে ভুল বুঝিয়ে দালালরা দুটি সাদা স্টাম্পে আমার সাক্ষর নিয়েছিল বিদেশে নেওয়ার জন্য প্রয়োজন বলে। এখন উল্টো আমাকে হয়রানি করার হুমকি দিচ্ছে এসব স্টাম্প দিয়ে।
এ ব্যাপারে অভিযোক্তা বিউটি আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন টাকা পয়সা নেইনি। তার সাথে আমার দুই বছরের চুক্তি হয়েছে। এসংক্রান্ত কাগজপত্র আমার কাছে আছে। স্থানীয় লোকজন নিয়ে সে আমাকে ধরেছে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে, আমি বলেছি এনে দিবে সময় লাগবে। এখন যেহেতু মামলা করেছে আইনগত ভাবে যা হয় হবে।