দেশ যুব সংগঠন সিলেটের শিশু ও নারী উন্নয়নে উঠান বৈঠক
দৈনিকসিলেট ডেস্ক :
দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাহপরান উপজেলার দেশ যুব সংগঠনের, উপজেলা সভাপতি সুমি বেগম এর বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এ বৈঠক হয়।
এসময় বক্তব্য দেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী মো. কামাল, সিনিয়র সহ-সভাপতি সীমা রানী বিশ্বাস, সদস্য অনামিকা বিশ্বাস, দেশ যুব সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, রেবা আক্তার শারমিন ও ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম তার বক্তব্যের মাধ্যমে সংগঠনের প্রশংসা করেন।
বৈঠকে করোনা ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার, পয়োনিষ্কাশন, পরিবেশ, মা ও শিশু স্বাস্থ্য, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সচেতনতামূলক আলোচনা হয়।