জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে খাসিয়ার ছোঁড়া সিটা গুলিতে এক যুবক নিহত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬ -১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছুড়া সিটা গুলিতে আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরও জানান নিহতের শরিরে বিভিন্ন স্থানে চিঠা গুলির চিহ্ন রয়েছে।
নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে জমির আহমদ (২৫)।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, দীর্ঘদিন হতে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ হতে ১২৯৪ পর্যন্ত এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংলাদেশী যুবকরা অনুপ্রবেশ করছে। সে ক্ষেত্রে ভারতীয় খাসিয়াদের পান সুপারী জুম নষ্ট করা হয় মর্মে খাসিয়ারা অনুপ্রবেশকারীদের তাড়া করে। সীমান্তে পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি সাধনের কারণে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারণা করছেন।তারা আরও বলেন ইতোমধ্যে কয়েকদফা সীমান্তে খাসিয়ারা তাড়া করেছে বলে জানান।তবে প্রমা স্বরুপ জৈন্তাপুর বাজারে ভারতীয় গরু মহিষের বিষয়টি উপস্থাপন করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তত করা হচ্ছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির কোন বক্তব্য পাওয়া যায় নি।