শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল
দৈনিকসিলেট প্রতিবেদক
নানা কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক’ পুরস্কার-২০২৪’ পেয়েছেন মোঃ কামাল। দক্ষ যুব সংগঠক ও অভিনয়শিল্পী হিসেবে সিলেটে সকলের কাছে পরিচিত। গেল শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সংশ্লিষ্টরা কামালকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পদক ও পুরস্কার তুলে দেন।
‘দেশ যুব সংগঠন’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কামাল নানা ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন। সিলেটে জাতীয় যুব দিবস ২০২৪ এর পুরস্কার গ্রহণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর হাত থেকে।
উল্লেখ্য, মো. কামাল স্থানীয় দেশ যুব সংগঠন এর মাধ্যমে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা, মাদক, পরিবেশ, সন্ত্রাস বিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পদক। বর্তমান সময়ে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন নারী সমাজকে তার সংগঠনের মধ্য দিয়ে। অভিভাবকদের সচেতন করা ইত্যাদি কার্যক্রম সম্পাদনে তাঁর রয়েছে ভূয়সী ভূমিকা।
মোঃ কামাল দীর্ঘ ১৫ বছর দেশ যুব সংগঠন সিলেট এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ও সমাজ উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া সিলেটি নাট্যাঙ্গনে কেউরি কামাল নামে পরিচিত। সমাজ পরিবর্তনে অনেক নাটকের অভিনেতা মোঃ কামাল। নাট্যকার অভিনেতা হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। বেসরকারি টিভি চ্যানেল এন টিভিসহ বেশ কিছু টিভি চ্যানেলে ইতিপূর্বে নাট্যাঙ্গনে কামালের কার্যক্রম নিয়ে নিয়ে সংবাদ প্রচার হয়েছে।