শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
শাবিপ্রবি প্রতিনিধি
ছাত্ররাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দলীয় এ কর্মসূচি পালন করা হয়।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক হান্নান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সহ সভাপতি অলিওজ্জামান সোহেল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল জলিল।
কেন্দ্রীয় নেতারা ছাত্ররাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন বিষয়সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঘোষিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের মতামত শোনেন এবং শিক্ষার্থীদের করা নানা প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভা শেষে তারা শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ‘গৌরবোজ্জল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ নামে ম্যাগাজিন ও বিএনপির উপস্থাপিত ৩১ দফার প্রকাশনা বিতরণ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশন কর্মসূচিও পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক দলীয় ব্যানারে আপাতত যেকোন কর্মসূচি পালন না করার জন্য বুধবার রেজিস্ট্রার দপ্তর থেকে একটি আদেশপত্র জারি করা হয়। তাই ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্যাম্পাসের অভ্যন্তরে দলীয় কর্মসূচি পালন করার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে এ মতবিনিময় সভা সম্পন্ন করেন।