ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলার সহযোগী সদস্য সমাবেশ
কমলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় স্থানীয় মিলনায়তনে সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদ এর সভাপতিত্বে সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোনীত হন মাহি আহমদ, সাধারন সম্পাদক আল আমিন চৌধুরী, বায়তুলমাল সম্পাদক আবদে রাব্বে, অফিস ও প্রচার সম্পাদক তাফাজ্জুল ইসলাম।
সমাপনী অধিবেশনে শাখার নব-মনোনীত সভাপতি মাহি আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, বিশেষ অতিথি ইসলামী যুব মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল রহমান, যুব মজলিস উপজেলা সহ সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম, ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বায়তুলমাল সম্পাদক মুসলিমুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক এহসানুল হক ফুজায়েল, খেলাফত মজলিস শমসেরনগর সাংগঠনিক শাখার সহসভাপতি ওলিউর রহমান, আব্দুল হাফিজ, সাবেক উপজেলা সভাপতি, যুব মজলিস কমলগঞ্জ পৌর কমিটি সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মাহির আহমেদ, দেলওয়ার হুসাইন, সাকেল আহমদ, সালেহ আহমদ, খেলাফত মজলিস কমলগঞ্জ পৌর সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম প্রমুখ।