সিলেটে চার ছিনতাইকারী গ্রেফতার
দৈনিকসিলেট ডটকম
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে কদমতলীস্থ রেল স্টেশন গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের করতো। এমন অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্নরকম দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।