শ্রীমঙ্গলে অস্ত্রসহ ৬ যুবক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
আটককৃতদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও হবিগঞ্জ জেলায়। তাদের কাছ থেকে নগদ টাকাসহ চোরাইকৃত একাধিক মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে এক অভিযানে মাদক সেবন ও বিক্রি, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাদের আটক করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘থানায় মামলার প্রস্তুতি চলছে এবং সেনাবাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে।’