রানি এলিজাবেথের বিয়ের কেক ৭৭ বছর পর ২ লাখ টাকায় বিক্রি
দৈনিকসিলেট ডেস্ক :
১৯৪৭ সালে প্রিন্স ফিলিপকে বিয়ে করেন দ্বিতীয় এলিজাবেথ। রাজকীয় সেই বিয়ের আয়োজনে ছিল নানা পদের খাবার-পানীয়। সেগুলোর মধ্যে আলোচিত ছিল কেক। সেই কেক টুকরো করে দেওয়া হয়েছিল অতিথিদের। যার একটি টুকরো সংরক্ষিত ছিল ৭৭ বছর, যা সম্প্রতি নিলামে ২২০০ পাউন্ডে (২ লাখ ৬২ হাজার টাকা) বিক্রি হয়।
১৯৪৭ সালের ২০ নভেম্বর প্রিন্সেস এলিজাবেথ (পরে রানি হন) ও ফিলিপের বিয়ে হয়। ওই অনুষ্ঠানের আমন্ত্রিত ছিলেন প্যালেস অব হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসন। তার জন্য ওই বিয়ের কেকের এক টুকরো রুপালি প্রতীকযুক্ত একটি বক্সে উপহার হিসেবে পাঠিয়েছিলেন এলিজাবেথ। যা অতি দুর্লভ বিবেচনায় এতদিন সংরক্ষণ করা হয়েছিল।
ওই বক্সের সঙ্গে একটি নোটও দিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি নিলামকারী প্রতিষ্ঠান রিম্যান ড্যান্সি তাদের ওয়েবসাইটে নিলামের বিষয়টি জানিয়েছে।
বিয়ের ওই কেকটি বিশাল আকৃতির ছিল। ৫০০ পাউন্ডের ওই কেকের পুরুত্ব ছিল ৯ ফুট। যা প্রাথমিকভাবে বড় করে ২০০০ টুকরো করা হয়েছিল অতিথিদের জন্য। পরে সেগুলোকেও ছোট করে টুকরো করে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে পাঠানো হয়। সূত্র: এনডিটিভি।