কুলাউড়ার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।গত ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা রুমেলের বাসভবনে হামলা-ভাঙচুর চালায়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে রুমেলের নামে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ তাকে আটক করে।