মিফতাহ সিদ্দিকী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পেলেন
দৈনিকসিলেট ডটকম
এই প্রজন্মের মেধাবী রাজনীতিবিদ ও কেন্দ্রীয় সহ-সাংঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী দক্ষতার সাথে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়- ‘সিলেট মহানগর বিএনপির সভাপতির অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে আপনি সিলেট মহানগর বিএনপি-কে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দৃঢ়তা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বে দলকে সুচারুভাবে পরিচালনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।’
গত ২ আগস্ট সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তৎক্ষালীন সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থান করায় কেন্দ্র থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। পরে গত ৪ নভেম্বর মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এসময় ভারপ্রাপ্ত সভাপতি কর হয় সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের টানা ৪ বারের কাউন্সিলর, প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে।