মাধবপুরে সীমান্তে নগদ টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সিমান্ত থেকে নগদ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর সিমান্ত দিয়ে হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেস মিয়া (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন।
সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার পুত্র।
বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বড়ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্কর (৪২) এর নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট থেকে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসছিলেন। আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রকৃয়াধীন আছে।