বড়লেখায় জামেয়া রশীদিয়া কেছরিগুল মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের জামেয়া রশীদিয়া খায়রিয়া (বিওসি) কেছরিগুল মাদ্রাসায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে মাদ্রাসার অফিসে শিক্ষকমন্ডলীর হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এম এম আতিকুর রহমান। ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা ও সেবায় অনন্য অবদান রেখে চলতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীর জন্য মেটাডোরের কালো ও লাল সহ প্রায় তিনশত কলম প্রদান করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সদস্য একেএম মুনজ্জির আলী, মাদ্রাসার শিক্ষক ও এলাকার মুরব্বিয়ান উপস্থিত ছিলেন।