হবিগঞ্জে তাঁতীলীগ নেতা জামাল গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনার মামলায় তাঁতীলীগ নেতা ও ইউপি সদস্য জামাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত উপজেলার নালমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল মিয়া উপজেলার মিরাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপজেলার নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।