পুনরায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী
বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
রবিবার(১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কার্যালয়ে (২০২৫-২০২৬) সেশনের জন্য এ পদে পুনরায় নির্বাচিত হন তিনি।
এ উপলক্ষে এক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সংগঠনের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও আনোয়ার হোসেন খান।
এ সময় জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন-একজন ঈমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না। আমাদের মূল টার্গেট হবে আখেরাতে চূড়ান্ত সফলতা। আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের সম্পর্ক যতো মজবুত হবে এদেশে ইকামতে দ্বীন বিজয়ের কাজ ততো সহজ হয়ে উঠবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে আমাদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রেও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দ্বীনের বিজয়ের জন্য আমাদের দাওয়াতি কাজকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের জনগণের কাছে ইসলামী আন্দোলনের সঠিক আহ্বান পৌঁছিয়ে দিতে হবে।