বড়লেখায় সড়কে পর্যাপ্ত ট্রাফিক না থাকায় ২য় দিনেও নিসচার শৃঙ্খলা কার্যক্রম
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
বড়লেখা পৌর শহরে পর্যাপ্ত ট্রাফিক না থাকায় জনস্বার্থে আজ সোমবার (১১ অক্টোবর) ২য় দিনেও সড়কে যানজট নিরসনে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
আজ ২য় দিনে সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, ছাদিকুর রহমান, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম ও আদম আলী উপস্থিত ছিলেন।
এসময় নিসচা নেতৃবৃন্দরা জানান, ট্রাফিক পুলিশের বিশেষ ট্রেনিং থাকার কারণে পৌর শহরে অসহনীয় যানজটের দেখা দেয়। যানজট নিরসনে সড়কে শৃঙ্খলায় ট্রাফিক সদস্য হাদিকুল ইসলাম নিসচার সহযোগিতা কামনা করেন। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন যানজট নিরসনে সড়কে শৃঙ্খলা কার্যক্রমে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবে নিসচা বড়লেখা শাখা।