নিসচা কমলগঞ্জ শাখার বিশাল শিক্ষার্থী সমাবেশ ও লিফলেট বিতরণ
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়ক চাই সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় আদমপুর তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.আব্দুস সালাম সভাপতিত্বে ও প্রচার সম্পাদক খান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, নিসচা পৃষ্ঠপোষক বিলকিস বেগম। বিশেষ অতিথি নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সহ-সভাপতি রাসেল হাসান বক্ত, কামাল হোসেন মাষ্টার, সমাজকল্যাণ সম্পাদক ইমরান খান, উপজেলা কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, আদিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা গুলনাহার বেগম, আমির হোসেন ও স্কুলের শিক্ষকবৃন্দ।
প্রায় ৪০০ শতাধিক শিক্ষার্থীদের অতিথিবৃন্দরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।