পুনরায় বিয়ানীবাজার জামায়াতের আমীর ফয়জুল ইসলাম ও পৌর আমীর জমির হোসাইন
বিয়ানীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ফয়জুল ইসলাম। দলটির সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তাঁকে পুনরায় আমীর নির্বাচিত করেন। একই সাথে পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন কাজী জমির হোসাইন।
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেছেন মাওলানা ফয়জুল ইসলাম। দলের নেতাকর্মী ছাড়ায় সহনশীল, সদালাপি ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অল্পভোটে সে নির্বাচনে পরাজিত হলেও নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।
২০২৪ সালে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশের নেয়ার প্রস্তুতি নিয়েছিলেন মাওলানা ফয়জুল ইসলাম। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়া তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাড়ান।
মাওলানা ফয়জুল ইসলাম পুনরায় বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মীসহ বিভিন্ন মহল তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে সোচ্ছার থাকা কাজী জমির হোসাইন পুনরায় পৌর জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালে তিনি পুলিশী হামলায় আহত হয়েছিলেন।