বড়লেখায় রাস্তা সংস্কার কাজের পরিদর্শনে এম শাহীন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের অর্ন্তগত ৮নং ওয়ার্ডের ষাটমা পাড়ের পাহাড়ী এলাকার উসমানী বাজার হইতে ষাটমা পাড় পর্যন্ত চলমান রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করেন সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এম আব্দুর রহমান শাহীন। উনার নিজস্ব অর্থায়নে এ সংস্কার কাজ চলতেছে।
সরজমিনে ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভারতের পাহাড় থেকে নেমে আসা পানি রাস্তা উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে রাস্তায় বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীর চলাফেরায় চরম দূর্ভোগ দেখা দেয়। পরে আমরা এলাকাবাসী মিলে উনার সাথে যোগাযোগ করি। উনি রাস্তা সংস্কারের জন্য কত টাকা খরচ হবে জানতে চাইলে আমরা ৪০ হাজার টাকা খরচ হবে জানালে তিনি এই টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। উনার দেয়া অনুদানে রাস্তা সংস্কারের কাজ চলতেছে।
রোববার সকালে পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- কমর উদ্দিন জালালাবাদী, আগর ব্যবসায়ী শরীফ উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান, সমাজসেবক মুজিবুর রহমান, লাল মিয়া সহ অত্র এলাকার মুরব্বিয়ান।
আব্দুর রহমান শাহীন বলেন, এলাকার লোকজন আমার কাছে রাস্তা সংস্কারের জন্য গেলে আমি সংস্কারের বাজেট জানতে চাইলে তা দেয়ার প্রতিশ্রুতি দেই। টাকা পরিশোধের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। রাস্তার চলমান কাজ দেখতে আসি। আর আমি সবসময় এইরকম সমাজের কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি আগামী দিনের আল্লাহ হুকুম হলে, আপনাদের প্রতিনিধিত্ব করার হুকুম হলে আমার বিশ্বাস এলাকাবাসীর সবাই একনিষ্ঠ ভাবে আমার পক্ষে কাজ করে আমাকে নির্বাচিত করবেন। আরও অনেক প্রার্থী আসবেন আপনারা যাচাই বাচাই করে কে উত্তম, কে জনগণের সেবা জন্য মন আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন।