সিলেটে ৫ জুয়ারী পুলিশের খাঁচায়
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি ডিবির অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় ভিতর পয়েন্টস্থ জনৈক মো: জাকিরের চায়ের দোকানের পিছনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালী মডেল থানার কুয়ারপাড় এলাকার আব্দুল মালেলের পুত্র মো.জিসান আহমেদ (২০), একই এলাকার শাহাবুদ্দিলের পুত্র মো.বাবর আলী (৩২), লালা দিঘীরপাড় এলাকার মৃত সেলিম আহমেদের পুত্র ইমন আহমেদ (২০) ও একই এলাকার মো: নূর হোসেনের পুত্র মো: দেলোয়ার হোসেন (৩০)। শেখঘাট আখড়াবাড়ি টিকরপাড়ার এলাকার মৃত কেতব মন দে এর পুত্র কৃতিশ দে (৫৫)।
আসামীদের বিরুদ্ধে এসএমপি‘র কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৪৬৭, তারিখ- ১১/১১/২০২৪ ইং ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়।এসব আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।