জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
দৈনিকসিলেট ডেস্ক :
জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ২০০০ ব্যাচ কর্তৃক আয়োজিত ২০২৪ সালের এসএসসি এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।
সিলেটের কদমতলী পাটানপাড়ায় অবস্থিত জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় হল রুমে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ২০০০ ব্যাচ কর্তৃক আয়োজিত ২০২৪ সালের এসএসসি এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থিদের মাঝে সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত।
২০০০ ব্যাচের সুমন আহমেদ এর সঞ্চালনায়, মনজুর আহমেদ খানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধর, আবদুল কাইয়ুম, শিত্রু রাণী রায়, জসিম উদ্দিন ও আবু ছালেহ।
আয়োজকরা বলেন, আমরা আগামী বছর আরো বেশি এ+ দেখতে চাই আমাদের পক্ষ থেকে প্রতি বছর এরকম আয়োজন করব। আমরা চাই আমাদের বিদ্যালয়ের অতিহ্য রাখার। তার পাশাপাশি জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ২০০০ ব্যাচের প্রবাসী বন্ধু দের ও ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।