মাধবপুর সীমান্তে মুদ্রাসহ যুবক আটক
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
ভারতের ত্রিপুরায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দায়ে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১২ নভেম্বর রাত আনুমানিক ১টায় ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯৫/এমপি থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান থেকে ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র দাস (৩০)। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার চন্ডিপুর গ্রামে। তার বাবার নাম অনিল চন্দ্র দাস এবং মায়ের নাম গীতা রানী দাস।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তার কাছ থেকে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৪৩০ টাকা, মালদ্বীপের ১ হাজার ৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, “আটককৃত ব্যক্তিকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।