বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী লীগ নেতাসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল রহিম, ওয়ারেন্টভুক্ত আসামী জাহেদ আহমদ, জামিল আহমদ ও সুফিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল রহিমকে জি আর ১১৭/২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সিআর-৩৩০/২৪ নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী জাহেদ আহমদ, জামিল আহমদ ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।