জৈন্তাপুরে পিউরিয়া ফুডস’র উদ্বোধন
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে অভিজাত মিষ্টান্ন ও বেকারী ফুডস্ পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেড এর ৩১তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দরবস্তবাজার তেমুখি পয়েন্ট এলাকায় রোজ টাওয়ারের নিচতলায় এই আউলেটরে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক কফিল উদ্দিন।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিউরিয়া ফুডস এর এজিএম শওকত আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান মো ইকবাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আলেম ও দরবস্তবাজার জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা হাবিবুর রহমান (দা:বা), জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, রোজ টাওয়ারের এমডি আব্দুর রহমান, উপজেলা জমিয়ত নেতা মাওলানা কবির আহমেদ, বশির উদ্দিন মেম্বার।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আশরাফ আলি, এন আই রুবেল, জাহাঙ্গীর আলম, ৩১ তম শাখার সত্ত্বাধীকারী আমিনুল ইসলাম, মন্জুর আলি, মোহাম্মদ রাজু, ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, আনোয়ার হোসেন, শাহীন আহমেদ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম মদিনাতুল খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা (দা:বা)। এসময় মোনাজাতে স্হানীয় বিভিন্ন মাদ্রাসার আলেম উলামাগণ মোনাজাতে অংশগ্রহন করেন।