জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট তামাবিল মহাসড়কে প্রস্তাবিত ৪ লেন প্রকল্পে গৃহীত নকশা পরিবর্তনের দাবীতে জৈন্তাপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চলতি সিলেট তামাবিল মহাসড়কের প্রস্তাবিত নকশা হতে দরবস্ত বাজার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্হাপনা ৪ লেন প্রকল্পের নকশায় অন্তর্ভুক্ত করা হয়।
এই গুরুত্বপূর্ণ স্হাপনাগুলোর মধ্যে দুইটি জামে মসজিদ, ঐতিহ্যেবাহী সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত শাহী ঈদ গাঁ, উপজেলা রিসার্চ সেন্টার, মুক্তিযুদ্ধা কমপ্লেক্স,খেলার মাট ও বাজারের বিশাল একটি অংশ পূর্ব দিকে উদ্দ্যেশ্য মুলক বেশী ধরে ৪ লেন প্রকল্পের অধিগ্রহণের নকশা প্রনয়ন করা হয়।
মানববন্ধনে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্হাপনাগুলো অক্ষত রেখে পুনরায় নকশা পরিবর্তন করার আহবান জানানো হয়।
এ সময় মানববন্ধনে দরবস্ত ইউনিয়নবাসীর ব্যনারে স্হানীয় প্রবীন শিক্ষক মাস্টার এনায়েত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা জমিয়ত নেতা মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু।
এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সিলেট জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুল আহাদ,দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, ইউপি সদস্য বশিরউদ্দিন , ইউপি সদস্য মুদাচ্ছির আলি,মাস্টার আতাউর রহমান, নাসির উদ্দীন,মাওঃ জয়নাল আবেদীন ডালিম সহ অন্যান্যরা।
মানববন্ধনে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,ব্যবসায়ী,শ্রমজীবি,মাদ্রাসা শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথক ব্যনারে অংশ গ্রহন করেন।