সিলেটে বাসের চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় সাদিকুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মরহুম হাজি রমজান মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন, বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় ব্যাংক থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন সাদিকুর রহমান। ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি যাত্রীবাহি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষোব্ধ জনতা সিলেট-তামাবিল মহাসড় অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে উভয় পাশে যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের বড় ভাই সিলেটের বটেশ্বর বাজারের ব্যবসায়ী ওলিউর রহমান বলেন, মোটরসাইকেলের তার ভাই সাদিকুর রহমান ছাড়াও আরেকজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। জাফলংমুখী গেইট লক বাসটি পেছন থেকে গিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থল থেকে তার ভাইকে ৩শ’ গজ দূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। বেপরোয়া চালক আরো ৩শ’ গজ দূরে নিয়ে বাস রেখে পালিয়ে যায়। তখনও মোটরসাইকেলটির বাম্পার বাসের সঙ্গে আটকে ছিল। এছাড়া মোটরসাইকেলে থাকা অন্য কর্মকর্তা ছিটকে পড়লে গুরুতর অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি বলেন, গত শনিবার তাদের সবচেয়ে বড় ভাই আব্দুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়। আজ ছোট ভাইকে কেড়ে নিলো ঘাতক বাস চালক। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।