টাংগুয়ার হাওরে ১০ লাখ টাকার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে বেড় জাল, চায়না দুয়ারী জাল, কিরনমালা, চাই(বাঁশের তৈরী মাছ ধরার ফাঁদ) নৌকা জব্দ করা হয়েছে। পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাংগুয়ার হাওরে স্থানীয় জেলেরা অবৈধ ভাবে মাছ ধরার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ এর নেতৃত্ব হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে করা হয়। এ সময় জেলেরা বেড় জাল, চায়না দুয়ারী জাল, কিরণমালা, চাই (বাঁশের তৈরী মাছ ধরার ফাঁদ) নৌকা রেখে পালিয়ে যায়। এছাড়াও হাওরে মাছ ধরার জন্য জেলেরা একটি বাঁধ দিলে তা ভেঙে দেয়া হয়। জব্দকৃত মালামালের মূল্য ১০ লাখ টাকা।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, তাহিরপুর মৎস্য কর্মকর্তা ইউসুফ আলী, ফরিদুল আলম, উপজেলা প্রশিক্ষক হাসিবুল তারেক,উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি,রামসিংহপুর,রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা সাথে ছিলো।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম জানান, টাংগুয়ার হাওর রক্ষায় আনসার সদস্যগন গুরুত্ব সহকারে কাজ করছে। সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরের বিভিন্ন অংশে মাছ ধরার বিভিন্ন জালসহ উপকরন জব্দ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দ করা জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের পাশাপাশি অভিযান অব্যাহত আছে।